করোনায় চট্টগ্রামে ৬ মৃত্যুসহ নতুন আক্রান্ত ২৬৯ জন

আপডেট: ২৭ অগাস্ট ২০২১ ১১:৩১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৭ আগস্ট, ২০২১ শুক্রবার ১১:৩০ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৬৯ জনের শরীরে।

শুক্রবার (২৭ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে ১ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ১২১ জন মহানগর এলাকায় এবং ১৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এদিন করোনায় মৃত্যুবরণকারী ২ জন মহানগর এলাকায় এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।

মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৫৩৭ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, উপজেলার মধ্যে হাটহাজারীতে ৩০ জন এবং রাউজানে ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিএস

Print This Post Print This Post