রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ৭:১৬ অপরাহ্ন

সিএস ডেস্ক | আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ মঙ্গলবার ০৭:০০ পিএম

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেশের আকাশে হিজরি রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে বুধবার (১৪ এপ্রিল)। আগামী ৯ মে রবিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত সংস্কৃতি বিভাগে ফোন করে মুন্সীগঞ্জসহ কয়েকটি জেলার ফাউন্ডেশনের উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।

কিছুক্ষণের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সংবাদ আনুষ্ঠানিকভাবে জানাবে।

জেএন/সিএস

Print This Post Print This Post