
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ এপ্রিল, ২০২১ সোমবার ২:৫০ পিএম
গভীর সমুদ্র বন্দরে থাকা একটি জাহাজের ম্যানহোলের ভেতরে তামা খুঁজতে গিয়ে আবদুল্লাহ (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন।
রবিবার (৪ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল্লাহ বান্দরবান জেলার রুমা উপজেলার পেন্দু চান্দা পাড়ার মুনকিছনের পুত্র। তিনি ‘স্ট্যাটম্যান্ট অফ ফেক’ নামের জাহাজের কোস্টার হাউজে কর্মরত ছিলেন।
মৃতের সহকর্মী সাইদুল মাঝি বলেন, ‘শনিবার রাতে আবদুল্লাহ তামা খুঁজতে জাহাজের ম্যানহোলে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ ধরে তাঁর সাড়াশব্দ না পাওয়ায় অনেক খোঁজাখুঁজি করা হয়। এরপরও হদিস পাওয়া যায়নি তাঁর। রবিবার দুপুর দেড়টা নাগাদ তাঁর খোঁজ পাওয়া যায়।
তিনি বলেন, ‘খোঁজ পাওয়ার সাথে সাথে গভীর সমুদ্র থেকে তাঁকে নিয়ে পতেঙ্গার দিকে রওনা হই। সেখানে রাত নয়টায় পৌঁছার পর অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিলেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ‘এক জাহাজ শ্রমিককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
আরএইচআর/বিএন/সিএস
