নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ মার্চ, ২০২১ শনিবার ০৮:০০ পিএম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘মরহুম হাজী শফিউল আলম ছিলেন নীতি ও আদর্শে অবিচল। তার শূন্যতা কখনও পূরণ হবার নয়।’
শনিবার (৬ মার্চ) নগরের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের প্রয়াত আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরীর সিমেন্ট ক্রসিংয়ের রেইনবো ক্লাবে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিন।
স্মরণসভায় বক্তারা মরহুমের নামে যে কোন জাতীয় ও স্থানীয় স্থাপনার নামকরণ করে তাঁর স্মৃতিকে সংরক্ষণ করার জোর দাবি জানান।
সাবেক কাউন্সিলর হাজী মো. আসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী হারুন-অর-রশীদ।
সভায় বক্তারা বলেন, মরহুম শফিউল আলম ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সুদীর্ঘ ২৯ বছর সাধারণ সম্পাদক থেকে রাজনীতিকে সব কর্মীর মাঝে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছাতে সচেষ্ট ছিলেন।
উক্ত স্মরণসভায় বক্তব্য রাখেন আ.লীগ নেতা শমশের চৌধুরী, কামরুল হাসান ভুলু, রোটারিয়ান ইলিয়াছ, আবু তাহের, ছালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, আকবর হোসেন কবি, মো. হাছান, কামাল উদ্দিন, শামশুল আলম, মো. আজম, ইলিয়াছ, নুরুল বশর, সেলিম আফজল, ইলিয়াস, আবদুর রউফ, মো. জাবের, ডা. আনোয়ার, আক্কাস উদ্দিন।
আরও বক্তব্য রাখেন— হারুন, লোকমান হাকিম, সেলিম রেজা, জামাল উদ্দিন, হারুনুর রশীদ, মো. হারুন, ফরিদুল আলম, শাহেদ, আনোয়ার হোসেন বেলাল, ওয়াসিম আকরাম, জাহিদ হোসেন, খোকন, জিয়াউল হক জিয়া, ইকবাল হোসেন নয়ন, জোবায়ের খলিল দিপু, ইফতেখার জিসান, আলাউদ্দিন অয়ন, ইফতেখারুল আলম প্রমূখ।
আরএইচ/সিএস
Print This Post