
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ মার্চ, ২০২১ শনিবার ০৬:৪০ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মেরিন একাডেমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হওয়া মো. তারেক (৩৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়।
নিহত মো. তারেক ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার বড় বাড়ির হাজী মোস্তফার পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, মেরিন একাডেমিতে একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত তারেক নামে এক নির্মাণ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন। পরবর্তীতে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
আরএইচ/সিএস
