
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ মার্চ, ২০২১ শনিবার ০৬:২০ পিএম
গৃহবধূ রতনা (ছদ্মনাম)। সে বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিছুদিন আগে তার সঙ্গে খোরশেদ আলম নামে এক যুবকের পরিচয় হয়। একপর্যায়ে বাসায় এনে রতনাকে ধর্ষণ করেন ওই যুবক।— এমন অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের চকবাজার থানার খালপাড় এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ মার্চ) সকালে মদীনা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খোরশেদ আলম (২৫) আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকার শফীকুল ইসলামের পুত্র।
ওই গৃহবধূকে চিকিৎসার জন্য আজ (শনিবার) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে খোরশেদ নামে একজনকে গ্রেফতার করেছে।’
সিএস
