
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১ সোমবার ০৮:২০ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে আযান (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আযান একই এলাকার মোহাম্মদ মাহাফুজের পুত্র।
আযানের বাবা মাহফুজ জানান, বাজার থেকে ফিরে আযানের কথা জানতে চাইলে সবাই জানায় আযান খেলতে গেছে। এরপর আযানের খোঁজে ঘর থেকে বের হয়ে দেখি আমার আযান পুকুরের পানিতে ভাসছে। তাড়াতাড়ি করে ছেলেকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে বরুমছড়া ইউনিয়ন থেকে ছোট একটি শিশু মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা প্রাথমিক পরীক্ষা করে শিশুটিকে মৃত অবস্থায় পাই। পরে মৃত ঘোষণা করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
সিএস
