
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৮:৩০ এএম
চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড-বন্দর- পতেঙ্গাসহ ৫টি থানায় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
শনিবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কেন্দ্রীয় যুবদলের দপ্তরের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ঘোষিত কমিটিতে সদরঘাট থানায় আহ্বায়ক মো. ইসমাইল ও সদস্য সচিব মো. নুর খান, পতেঙ্গা থানার আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হোসেন রানা, ইপিজেড থানার আহ্বায়ক মো. জিয়াউর রহমান জিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরউদ্দিন শরীফ, বন্দর থানার আহ্বায়ক মো. শফিউল আজম ও সদস্য সচিব মো. ইয়াছিন এবং আকবরশাহ থানার আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন ও সদস্য সচিব শহিদ উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ মোশারফ হোসেন বলেন, ‘কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নগরের পাঁচ থানায় আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। এ বিজ্ঞপ্তিতে সদরঘাট, ইপিজেড, বন্দর, পতেঙ্গা থানা ও আকবরশাহ থানা কমিটির অনুমোদন দেওয়া হয়।’
সিএস
