
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২০ জানুয়ারি, ২০২১ বুধবার ৬:৩০ পিএম
জ্বালানি তেল পরিমাপে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। এসময় দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ জানুয়ারি) কর্ণফুলী উপজেলায় এ অভিযান চালায় কর্ণফুলী উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা। অভিযানে সহায়তা করেন বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার রাজীব দাশগুপ্ত ও প্রকৌশলী মো. জিল্লুর রহমান।
বিএসটিআই’র উপ-পরিচালক মোসতাক আহমেদ জানান, অভিযানে আমিন উল্লাহ ট্রেডিং করপোরেশন ফিলিং স্টেশন ও কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড নামের দুইটি ফিলিং স্টেশনকে পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বার আউলিয়া বেকারিকে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রি, সনদ ছাড়া লোগো ব্যবহার করায় বিএসটিআই আইন অনুযায়ী ৩০ হাজার এবং আধুনিক বেকারি নামে অন্য একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
আরএইচ
