
নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ০৫:৫০ পিএম
চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে অপহৃত জান্নাতুল নাঈম (৩) নামের শিশুকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে ওই শিশুকে উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘থানায় অপহরণ মামলা দায়ের করার পর পুলিশ প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিশুটিকে উদ্ধার করে।’
থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, চান্দগাঁও থানা এলাকা থেকে জান্নাতুল নাঈম নামের শিশুকে অপহরণ করে কক্সবাজারের পেকুয়ায় নিয়ে যাওয়া হয়। পরে অভিযান চালিয়ে পেকুয়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত এক দম্পতিকে আটক করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
এসএ
