নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ০৫:৩০ পিএম
চট্টগ্রামের পাহাড়তলী থানার অলংকার থেকে বস্তাবন্দি অবস্থায় বিজয় কুমার বিশ্বাস (৩২) নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আলিফ গলি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিজয় কুমার বিশ্বাসের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। তিনি নগরের ইপিজেড এলাকার নেভি হাসপাতাল গেইটে বিকাশের দোকানদারি করতো।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম বলেন, ‘বিজয় নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
‘জানতে পেরেছি সে বন্দরটিলা এলাকায় নেভি হাসপাতাল গেইটে বিকাশের দোকান করতো।’— যোগ করেন উপপরিদর্শক তৌফিকুল।
- আরএইচ