২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত মাত্র ৯ জনের

আপডেট: ৩ অগাস্ট ২০২০ ১০:৫৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ আগস্ট, ২০২০ সোমবার ১০:৪০ এএম

চট্টগ্রামের দুটি ল্যাবে মাত্র ১০৭টি নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় নতুন করে  ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই দিনও কোনো রোগীর মৃত্যু হয়নি চট্টগ্রামে। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ৩জন।

রবিবার (২ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জনান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় মাত্র ৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১০৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ৩জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন।

এদিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৭ জন শনাক্ত হয়।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবেও পরীক্ষা বন্ধ ছিল।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post