
নগরের আগ্রবাদে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু সুনামধন্য স্পোর্টস বাইক বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র জেএমই( JME) মটরস এর লিফান থ্রিএস (LIFAN 3S) সেন্টার। একই সাথে শনিবার থেকে জি ই সি কনভেনশন সেন্টারে অনুষ্টিত পিএইচপি মটর ফেস্ট ২০১৯ অংশ নিয়েছে।
রোববার নগরীর ১৭১৭ শেখ মজিব রোড় এ বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসেল ইন্ডাস্ট্রির চেয়ারম্যান নুরুল আবছার রাসেল , জে এম ই মটরস এর সত্তাধিকারি মোশারফ হোসেন, সিইও বখতিয়ার হোসেন, আরআইএল চট্টগ্রাম এর ডিভিশনল ম্যানেজার আবুল বশর বিপ্লব।
