
স্টাফ করেসপন্ডেন্ট | সিটিজিসান.কম
আবুধাবি | ০৯ নভেম্বর ২০১৮, শুক্রবারবার, ০১:৫৫ পিএম |
মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবির শিল্পনগরী মোসাফফাহর ৯ নম্বর জোনে স্থানীয় সময় বুধবার (৭ নভেম্বর) ভোরে অগ্নিকান্ডে তৈয়ব আলী (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু ঘটেছে।
তৈয়ব আলী হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামের ঠান্ডা মিয়া সওদাগর বাড়ির (প্রকাশ হেজার বাড়ি) সালেহ আহমদের পুত্র। তিনি ১৮ বছর ধরে আবুধাবিতে আছেন।
নিহতের নিকটাত্মীয়রা জানান, অন্যরা এ সময় তাদের গ্যারেজের ছাদে আবাসস্থল হতে নেমে আসতে সক্ষম হলেও অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তৈয়ব।
তৈয়ব আলী আবুধাবিতে এলুমিনিয়াম ফিক্সারের কাজ করতেন। আগামী সপ্তাহে তার লাশ দেশে আনা হবে বলে জানা গেছে ঘটনাস্থলে থাকা আত্নীয়-বন্ধুরা নিশ্চিত করেছেন।
সিএস/সিএম/এসআইজে
