কেএসআরএম’র অবৈধ সাইনবোর্ডে চসিকের নোটিশ

আপডেট: ৩ অক্টোবর ২০১৮ ১:৪৬ অপরাহ্ন

সিটিজিসান, চট্টগ্রাম:
মহানগরে অবৈধভাবে সাইনবোর্ড বসিয়ে বিজ্ঞাপন প্রচারের দায়ে কেএসআরএম এবং রয়েল সিমেন্টেকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনে। আগামী সাত কর্মদিবসের মধ্যে সাইনবোর্ডগুলো অপসারণ এবং সশরীরে করপোরেশনে এসে জবাব দিতে নোটিশে বলা হয়েছে।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহানগরের বিভিন্ন এলাকায় কেএসআরএম ও রয়েল সিমেন্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের নাম ব্যবহার করে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে, যা স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন)-২০০৯ মোতাবেক বিজ্ঞাপন কর/মডেল ট্যাক্স পরিশোধ ব্যতীত।

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যেকোন বিজ্ঞাপন প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। নোটিশে চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে মেয়রের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে পত্র প্রাপ্তির সাতদিনের মধ্যে সাইনবোর্ডগুলো অপসারণ ও করপোরেশনে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

সিটিজিসান/সিএম

Print This Post Print This Post