হোটেলের বয় সেজে ইয়াবা ব্যবসা, পাহাড়লতলীতে গ্রেফতার ৩

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ৮:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০ সোমবার ০৯:০০ পিএম

চট্টগ্রামের পাহাড়তলী থানার এ কে খান এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকসহ ৩ হোটেল বয়কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৭ হাজার ১৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হোটেল হাইওয়ে ইন্টারন্যাশনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন ৪নং বড় পলাশবাড়ী এলাকার মাে. আব্দুল লতিফের ছেলে মো. নাছিরুল (৩০), একই এলাকার সাইরুদ্দীনের সন্তান মাে. ইউসুফ আলী (৩৫), চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন নাঙ্গলমােড়া এলাকার বদিউল আলমের ছেলে নজরুল ইসলাম (৪০)।

এদের প্রত্যেকেই ওই হোটেলের বয় হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার উপ-পরিদর্শক বদিউল আলম বলেন, ‘এ কে খান মোড়ের হোটেল হাইওয়ে ইন্টারন্যাশনাল নামে আবাসিক হোটেল অভিযান চালিয়ে ২৭ হাজার ১৯২ পিস ইয়াবাসহ তিন হোটেল বয়কে গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সিএস

Print This Post Print This Post