রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আব্দুল মোনাফ বৃত্তি পরীক্ষা সোমবার সম্পন্ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম বাহাদুরের পৃষ্ঠাপোষকতায় অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী নুরুন্নবী সওদাগর, আবুর হাশেম বিএসসি, বৃত্তিদাতা আব্দুল মোনাফ তালুকদার, দক্ষিণ শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মফজল আহমদ চৌধুরী, রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিলক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদত্ত বড়ুয়া, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রফিক, বেদৌর আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা ইয়াছমিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য জগলুল হুদা, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন শিক্ষক মো. তারেক, মো. আবু তালেব, জয়নাল আবেদীন, হোসনে আরা, জসিম উদ্দিন, কামরু ইসলাম প্রমুখ। শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হকের পরিচালনায় বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সিটিজিসান.কম/রবি