বঙ্গবন্ধু টানেল দেখতে নৌকা নিয়ে বরগুনা থেকে চট্টগ্রাম এলেন তিনি

আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ৫:৫২ অপরাহ্ন

আনোয়ারা প্রতিনিধি | আপডেট: ২৬ অক্টোবর, ২০২৩ বৃহস্পতিবার ০৫.৪১ পিএম

মিনিট্রাকে ওপর কাঠের তৈরী নৌকা ও মাইক বৈঠা নিয়ে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ হুমায়ুন কবির। গাড়ির চারপাশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসহ টানেল উদ্বোধনের ব্যানার। মাথায় লাল কাপড় বাঁধা। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ও প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে মিনিট্রাকে নৌকাসহ মাইকিং করে ঘুরে বেড়াচ্ছেন আনোয়ারা-কর্ণফুলীর বিভিন্ন সড়কে।

বঙ্গবন্ধু টানেল দেখতে এবং শেখ হাসিনার জনসভায় যোগ দিতে চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে তিনশত কিলোমিটার দূরের বরগুনা জেলা থেকে মিনিট্রাক বহরে নৌকা নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় ছুটে এসেছেন বঙ্গবন্ধু পাগল নৌকার মাঝি হুমায়ুন কবির (৬০) নামে এই বৃদ্ধ।

হুমায়ুনের এ প্রচারনা দেখতে হাট-বাজারে কিংবা রাস্তায় ভিড় করছেন উৎসুক জনতা। টানেল উদ্বোধনের নানা আয়োজনে নতুনমাত্রা যুক্ত হলো হুমায়নের এই প্রচারণা। প্রচারণাকালে তিনি পদ্মাসেতুসহ আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরছেন। মাইকে বাজাচ্ছেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ভাষণ। এছাড়া দেশাত্মবোধক গান দলীয় সংগীত জাতীয় সংগীতও রয়েছে তার প্রচারণায়।

প্রচারনাকালে হুমায়ুন কবির বলেন, আমি বরগুনা থেকে সারারাত গাড়ি চালিয়ে এখানে এসেছি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমি দেশের বিভিন্ন স্থানে প্রচারনা চালাই। এর আগে পদ্মা সেতু উদ্বোধনেও গিয়েছি। এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনসহ আওয়ামী লীগের জনসভা গুলোতে আমি প্রচারণা করি। এসব কাজে মানুষ আমাকে সহযোগিতা করে। বঙ্গবন্ধু টানেল বিশ্বে আমাদের গৌরবের ইতিহাস। এই ইতিহাসের স্বাক্ষী হতে আমি এখানে এসেছি।

বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী ও রায়পুর ইউপি চেয়ারম্যান আমিন শরীফ বলেন, হুমায়ন কবিরের এই প্রচারনায় মানুষ আনন্দ পাচ্ছে, তিনি যেখানে যাচ্ছে, মানুষের ভিড় জমে যাচ্ছে।

আগামী ২৮ অক্টোবর (শনিবার) সকাল দশটায় উদ্বোধন হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিএস

Print This Post Print This Post