মিরসরাই প্রতিনিধি | আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৩ বুধবার ০৭.৪৯ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের আবুনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জয়ন্ত সূত্রধর (২৫)। তিনি উপজেলার ধুম ইউনিয়নের ধুম গ্রামের প্রদীপ কুমার সূত্রধরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ের সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) আমজাদ আলী চৌধুরী।
আরও পড়ুনঃ মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে গিয়ে লাশ হলেন হাটহাজারীর ১১ যুবক
তিনি বলেন, মিরসরাই উপজেলার আবুনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের চট্টগ্রামমুখী লেনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
কাজীর দেউড়ি শিশুপার্ক সিলগালা করলো প্রশাসন
সিএস
Print This Post