
নিজস্ব প্রতিবেদক | আপডেট: ২৫ অক্টোবর, ২০২৩ বুধবার ০৪.৩০ পিএম
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় রামদা, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা।
সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বিএসআরএম গেটের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- মো. রেজাউল করিম (২৪), তার ভাই মো. ফজল করিম (২১), মো. ফরহাদ (১৮) এবং মো. মমিন উদ্দিন (২৩)। তারা সবাই একই থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বিএসআরএম গেটের বিপরীত ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে পরামর্শ করছে। সেখানে অভিযান চালিয়ে ওই ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়। তারা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিত। এছাড়াও তারা পরস্পর যোগসাজশে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে।
গ্রেপ্তার আসামিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
সিএস
