দুর্গাপূজাকে কেন্দ্র করে জাল নোটের কারবার, ধরলো র‍্যাব

আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ৪:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৩ সোমবার ০৪.২৮ পিএম

চট্টগ্রামে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে তৈরি করা ৮০ হাজার টাকার জালনোটসহ মূলহোতা মো. দিদারুল আলমকে (৫০) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

রবিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক দিদারুল আলম ইপিজেড এলাকার দক্ষিণ হালিশহর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, দুর্গাপূজা উপলক্ষে প্রতারক চক্র বাংলাদেশী জাল টাকা তৈরি করে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন বাজারে আসল টাকা বলে ছড়িয়ে দিয়ে প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি দিদারুলকে জাল টাকাসহ আটক করা হয়।

গ্রেপ্তার আসামি এবং জব্দকৃত জাল টাকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

সিএস

Print This Post Print This Post