কর্ণফুলী প্রতিনিধি | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৩ সোমবার ০৪.১৭ পিএম
চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ’থানা পুলিশ।
সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে দশটায় নগরীর চাঁন্দগাও থানাধীন কালুরঘাটের ফেরিঘাট এলাকায় মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার করে সদরঘাট নৌ’থানা পুলিশ।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সিটিজিসানকে জানান, উদ্ধার হওয়া ওই মরদেহটি ৩৫ বছর বয়সি কোন অমুসলিম যুবকের। তার পরনে ছিল হলুদ হাফ হাতা শার্ট এবং কালো লম্বা প্যান্ট। যুবকের পরিচয় জানা যায়নি।
উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলোজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডিকে নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে বলে জানান ওসি একরাম উল্লাহ।
প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ ধারণা করছে, ওই যুবকের মৃত্যু চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটেছে।
এএইচআর/আরআর/সিএস
Print This Post