নিজস্ব প্রতিবেদক | আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৩ শনিবার ৩.১১ পিএম
পাঁচলাইশে চেক প্রতারণার মামলায় দেলোয়ার হোসেন নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেফাতর করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার হওয়া আসামি মো. দেলোয়ার হোসেন একজন স্ক্র্যাপ লোহা ব্যবসায়ী। তিনি সিটি ব্যাংক থেকে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করায়, ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলা করেন। ২০১৮ সালের ৮ আগস্ট ওই মামলায় চট্টগ্রাম ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৮ লাখ ২৮ হাজার ৫৬৮ টাকা অর্থদণ্ড দেন। আসামি পরে মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। কিন্তু হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এতে নিম্ন আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।
গ্রেফতারের পর তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
আরআর/সিএস
Print This Post