আগ্রাবাদ রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাহা-সামিউল

আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১১:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ এপ্রিল, ২০২৩ বুধবার : ১০:৫৬ পিএম

আন্তর্জাতিক  সেবা সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব আগ্রাবাদ’ এর রোটারি বর্ষের ২০২৩-২০২৪ মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্টিত ক্লাবের বোর্ড সভায় এই কমিটি ঘোষণা করা হয়। রোটারেক্ট ক্লাব অব আগ্রাবাদের সাবেক সভাপতি মুহাম্মদ জাহেদুল ইসলাম কে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ও  সাবেক সভাপতি আবিদ রেজা এবং বর্তমান সভাপতি মো. সাইফুল ইসলাম নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।

সভায় উপস্থিত সকলের মতামত এবং নির্বাচনী বোর্ডের পর্যালোচনা শেষে আগামী রোটারি বর্ষের জন্য মাহা ফারা ফাতেমাকে সভাপতি এবং মুহাম্মদ সামিউল আলম রিয়াদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

রোটারীবর্ষ ২০২৩-২০২৪ এর অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ হলেন— যথাক্রমে সহ-সভাপতি সৌরভ কুমার দাস, যুগ্ম সম্পাদক সৈয়দ ওমর শামসুল আজিম, কোষাধ্যক্ষ আবরারুল হক খান , প্রধান সম্পাদক  তাসলিম উদ্দিন,  পরিচালক (পেশা উন্নয়ন) সাদমান সিরাজী, পরিচালক (সমাজ সেবা) মাহমুদুল হাসান জীবন, পরিচালক (আন্তর্জাতিক) পূর্ণতা বিশ্বাস, পরিচালক (ক্লাব) আরমান হোসেন সজীব, সার্জেন্ট জাহেদুল ইসলাম জিকু এবং মো. রবি আলম রিফাত।

নতুন সভাপতি মাহা ফারা ফাতেমা ক্লাবকে নিয়ে তাঁর পরিকল্পনা এবং সকলে মিলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। এদিকে অভিভাবক ক্লাব রোটারি ক্লাব অব আগ্রাবাদসহ বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে।

Print This Post Print This Post