
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ এপ্রিল, ২০২৩ শুক্রবার : ১০:৫৬ পিএম
ছনুয়ার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন শরীফ সংহতি পরিষদ প্রতিবছর এলাকার সুবিধা বঞ্চিত মানুষকে ঈদ উপহার বিতরণ করে আসছে। প্রতিবছরের ন্যায় এবছরও ১২০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে এই সংগঠন।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী প্রদান করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এরশাদ এলাহী শরীফি, তানজীব মাহমুদ শরীফি, তানবীর মাহমুদ শরীফি, মাগফার, সামিন আমজাদ ও আবদুর সবুর সহ অনেকে।
এসময় সংগঠনের পক্ষে সানিমুল হুদা শরীফি বলেন, অতীতের ন্যায় শরীফ সংহতি পরিষদ ছনুয়ার সুবিধাবঞ্চিত মানুষের কাছাকাছি অবস্থান করছে। তারই অংশ হিসাবে উক্ত ঈদ উপহার প্রদান করা হয়। পবিত্র ঈদ উল ফিতরে প্রতিটি মানুষ যেন একটু ভালো খাবার খেতে পারে, একটু ভালো থাকতে পারে সে চেষ্টাই করে যাচ্ছে সংগঠনের নিঃস্বার্থ কর্মীরা। এসময় সানিমুল হুদা শরীফি ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. জিল্লুল করিম শরীফির পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা ও সালাম জানান।
প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক সংগঠন ছনুয়া শরীফ সংহতি পরিষদ অসহায় মানুষ ও সামাজিক সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
