টানা ৪র্থ বার শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল এএসপি শিবলী নোমান

আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ২:৪১ পূর্বাহ্ন

লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ১৩ এপ্রিল, ২০২৩ বৃহস্পতিবার : ১০:১৫ পিএম

টানা ৪র্থ বারের মত চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান।

বুধবার ( ১২ এপ্রিল)  সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করে দক্ষতার সঙ্গে কাজ করায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এসময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  কবীর আহম্মেদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শিবলী নোমান বলেন,`শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। সাতকানিয়া ও লোহাগাড়া থানার আইনশৃঙ্খলাসহ জনগণের সার্বিক সেবা প্রদানে নিজেকে নিয়োজিত করতে চাই।‘

Print This Post Print This Post