লোহাগাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার সামগ্রী বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ১২ এপ্রিল, ২০২৩ বুধবার : ১১:০৫ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় হতদরিদ্র মানুষের মাঝে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে৷

বুধবার (১২ এপ্রিল ) দুপুরে উপজেলা জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুমের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শ্রমিক জাতীয় লীগের যুগ্ম সম্পাদক ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদুজ্জামান এরশাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ১,২,৩ ওয়ার্ডের মহিলা সদস্য রোহেনা আকতার, উপজেলা শ্রমিকলীগের সহ- সভাপতি মো. আইয়ুব, আবুল কালাম, সহ- দপ্তর সম্পাদক আবুল কালাম মনু, আইন বিষয়ক সম্পাদক, কাইছার উদ্দিন, ক্রিড়া সম্পাদক মো. এনাম, ত্রাণ বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ইসমাত আরা বুলু, চরম্বা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আবুল হাসেম, আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম প্রকাশ বাচা মিয়া, আওয়ামী লীগ নেতা মো. সেলিম, শ্রমিক নেতা জয়নাল আবেদীন সাবেক ছাত্রলীগ নেতা আরফাত হোসেন রুবেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন।

Print This Post