
বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ০৫ জানুয়ারি, ২০২৩ বৃহস্পতিবার : ৫.২০ পিএম
দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নিলেন সহকারী শিক্ষিকা মোরশেদা বেগম।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে তার অবসরজনিত বিদায় সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা আকলিমা নাছরিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোছাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান, বিদায়ী শিক্ষিকা মোরশেদা বেগম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিটিএ সভাপতি মহিউদ্দিন, সদস্য ফরিদ আহমদ, এসএমসি সদস্য শহীদুল হক চৌধুরী ও মো. দিদার, সহকারী শিক্ষিকা রোকেয়া বেগম, উৎপল দেব, লাভলী সিকদার ও অফিস সহায়ক হামিদ উল্লাহ প্রমুখ।
এসময় অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে মোরশেদা বেগম প্রায় ৩৪ বছরের সুদীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করেন।
