লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ০২ জানুয়ারি, ২০২৩ সোমবার : ৬.৩০ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় র্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালিত হয়েছে ।
সোমবার (২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে “উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিআরডিবি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মো. আরমান বাবু রোমেল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার মো. নাছির উদ্দিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রমুখ।
আলোচনা সভা শেষে ৮ জন দরিদ্র প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও মাতৃকেন্দ্র কার্যক্রমের আওতায় ৮ জন দরিদ্র মহিলাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
Print This Post