আ.লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিন—লোহাগাড়ায় খুশির বন্যা

আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ ৯:৪৮ অপরাহ্ন

লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২২ শনিবার : ৯.৫০ পিএম

পদোন্নতি পেয়ে বাংলাদেশ আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হলেন আমিনুল ইসলাম। আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে নাম ঘোষণার পরপরই তার নিজ গ্রামে খুশির বন্যা বয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে মিষ্টি বিতরণ করেন লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম । এসময় তারা একে অপরকে মিষ্টি মুখ করান।

এসময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন,সালেহ আহমদ, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, সাইফুল আলম ছাফা, শ্রমিক লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

এসময় জাতীয় শ্রমিক লীগের দপ্তর মোহাম্মদ হোসেন মাসুম জানান, আমিনুল ইসলাম আমিনকে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রসঙ্গত, এর আগে আমিনুল ইসলাম আমিন ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের রাজনীতিতে আসার পর তিনি কার্যকরী সদস্যের দায়িত্ব পান। নির্বাহী সদস্য পদে যথাযথ দায়িত্ব পালনের পর দুই মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Print This Post Print This Post