শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আ.লীগ নেতার মৃত্যু

আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ৯:৩২ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি | আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২২ শুক্রবার : ৯.৩২ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ বিএ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টায় নিজ বাড়ি থেকে শহীদ মিনারে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

স্থানীয় আ.লীগ নেতারা জানান, ভোর ৬টায় টৈটং ইউনিয়নের নিজ বাড়ি থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ বিএ। কিছুদূর যেতেই  মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শহীদুল্লাহ বিএ পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের দুই দুই বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। এদিকে অত্যন্ত সজ্জন মিশুক স্বভাবের রাজনীতিবিদ শহীদুল্লাহ্ বিএ’র মৃত্যুতে উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিটিজিসান/এমবিইউ

Print This Post Print This Post