জামায়াত আমীর ৭দিনের রিমান্ডে

আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ৫:০৩ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২২ মঙ্গলবার : ৪.৫৬ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার শফিকুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শফিকুর রহমানের পক্ষে আব্দুর রাজ্জাক, কামাল উদ্দিন প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধীতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

গত ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম তাকে গ্রেফতার করে।

Print This Post Print This Post