
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২২ মঙ্গলবার : ৪.৩০ পিএম
আজ বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি কন্টেইনার ডিপো বিএম ডিপোতে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত। কুমিরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিএম ডিপোর ভেতরে একটি শেডে আগুন লেগেছে। আগুন নির্বাপনে আমরা কাজ করছি। এরইমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।
এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশের অন্তত চার বর্গকিলোমিটার এলাকাজুড়ে কেঁপে ওঠে। পরে আগুন নিয়ন্ত্রণের সময় দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহত হন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীসহ দুই শতাধিক মানুষ।
