বিডিনিউজ সম্পাদকের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ৫:২৫ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট | আপডেট : ২৪ নভেম্বর, ২০২২ বৃহস্পতিবার : ৫.২৫ পিএম
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন। বিডিনিউজ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলমান থাকায় এ নির্দেশ দেন আদালত।

একই সঙ্গে দুদকের মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের বৈধতা প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর রুল দিয়েছিলেন আদালত। ২০২০ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত থেকে তিনি জামিন পান। ওই বছরের ৩০ জুলাই দুদক বিভিন্ন ব্যাংকে ‘আইনি উৎস’ ছাড়া ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে খালিদীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

বিডিনিউজ সম্পাদকের আইনজীবী মোহাম্মদ শাহারিয়ার বিপ্লব জানান, নিম্ন আদালতের দেওয়া জামিনের অপব্যবহার করেননি খালিদী।

দুদকের উপপরিচালক ও মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান বলেন, খালিদী ‘ভুয়া নথি’ তৈরি করে অবৈধ উপায়ে এই অর্থ অর্জন করেছেন। তবে খালিদী তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

Print This Post Print This Post