কোতোয়ালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ৫:৫২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৩ নভেম্বর, ২০২২ বুধবার : ৫.৫০ পিএম

নগরীর কোতোয়ালীতে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মো. জোবাইর হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে কোতোয়ালী থানার জয়নাব কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোবাইর হোসেন রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ার শামসুল আলমের ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বলেন, ওই শিশু জয়নাব কলোনির হেফজুল কোরআন নূরানী মাদ্রাসায় পড়তো। মাদ্রাসাটি আবাসিক ছিল। গত ১১ নভেম্বর বিকাল ৫টায় ওই মাদ্রাসায় শিক্ষক জিল্লুর রহমানের রুমের ভেতর কৌশলে ডেকে নিয়ে জোবাইর হোসেন নামে ওই শিক্ষক শিশুটিকে বলাৎকার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। আজ দুপুরে অভিযান চালিয়ে জয়নাব কলোনি থেকে শিক্ষক জোবাইরকে শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার জোবাইর ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সিটিজিসান/এমবিইউ

Print This Post Print This Post