
লোহাগাড়ায় চুনতি বড় ও ছোট মিয়াজী (রহ:) সড়ক উদ্ধোধন
লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ১৯ নভেম্বর, ২০২২ শনিবার : ৯. ১৮ এএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বড় ও ছোট মিয়াজী ( রহ:) সড়কের উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার ( ১৮ নভেম্বর ) সকালে হাজী রাস্তার মাথা থেকে মুন্সেফ বাজার পর্যন্ত নামকরণ ও সংস্কার কাজ উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা কাজী নাছির উদ্দিন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, সমাজ সেবক মো. ইসমাইল মানিক, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত,শাহ মঞ্জিল চুনতি, চুনতি বড় ও ছোট মিয়াজী (রহ:) মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মেলুল হক , মাওলানা শওকত উল্লাহ ফারুকী, মাওলানা ফৌজুল কবির মুসা তুরঈনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
