
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ নভেম্বর, ২০২২ বৃহস্পতিবার : ৮.৪৮ পিএম
দেশজুড়ে আলোচনার জন্ম দেয়া বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন মুজিবুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলমের সঞ্চালনায় চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এসময় কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন, ছনুয়া ইউপি চেয়ারম্যান এম হারুনুর রশিদ, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, অ্যাডভোকেট রায়হাদ চৌধুরী রণি, যুবলীগ নেতা জাহেদ আকবর জেবু, ছাত্রলীগ নেতা নাঈম উদ্দিন মাহফুজ, ইউপি সদস্য আনছার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নানা কারণে কয়েকবার পিছিয়ে যাওয়ার পর গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয় চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী ফজলুল কাদেরকে পরাজিত করে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী।
সিটিজিসান/এমবিইউ
