নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ নভেম্বর, ২০২২ সোমবার : ৯.৫০ এএম
চন্দনাইশ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা (ডিএডি) রুপায়ন চৌধুরী প্রকাশ বুড্ডু। সরকারি এই চাকরির পাশাপাশি পটিয়ায় একটি বেসরকারী এগ্রোফার্মে চাকরিও করছেন প্রায় আড়াই বছর ধরে। কৃষি অফিসের দায়িত্ব পালন না করে নিয়মিত অফিস করছেন ওই প্রতিষ্ঠানে।
অভিযোগ আছে, সরকারি চাকরির দাপট দেখিয়ে ‘কৃষি মন্ত্রণালয়’ নেইম প্লেট লাগিয়ে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়েও দাপিয়ে বেড়ান রুপায়ন চৌধুরী। প্রায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে রয়েছে একটি ফৌজদারি মামলাও।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর ১৭ ধারায় বলা হয়, কোনো সরকারি কর্মকর্তা সরকারের অনুমোদন কিংবা সরকারি কাজ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি বা কাজ করতে পারবেন না। যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে ধরে নেয়া হয়।
রুপায়ন চৌধুরী প্রকাশ বুড্ডু পটিয়ার হাইদগাঁও ৫ নম্বর ওয়ার্ডের পায়ার বাড়ির মৃত বিমালংশু পাইকের পুত্র। তিনি প্রায় ১৫ বছর ধরে চন্দনাইশ উপজেলা কৃষি অফিসে উপসহকারী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, বড় ভাই ইউপি সদস্য হওয়ার সুবাদে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২২ সালের ১৯ এপ্রিল তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন পটিয়ার হাইদগাঁও পন্ডিতের বাড়ির নারায়ন চৌধুরীর পুত্র প্রণব চৌধুরী। এ মামলায় রুপায়ন চৌধুরীর নাম উল্লেখ করে মোট চারজনকে আসামি করা হয়।
এদিকে প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, এ.টি আর এগ্রো লিমিটেডের অফিসে বসে কাজ করছেন রুপায়ন চৌধুরী। সরকারি চাকরি ফাঁকি দিয়ে এগ্রো ফার্মে কাজ করছেন। এছাড়া এগ্রোফার্মে কাজ করার বেশ কয়েকটি ছবিও প্রতিবেদকের নিকট সংগ্রহ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এ.টি আর এগ্রোফার্মে কর্মরত কয়েকজন কর্মচারী জানান, রুপায়ন চৌধুরী প্রকাশ বুড্ডু বিগত ১৫ বছর ধরে চন্দনাইশ উপজেলা কৃষি অফিসে উপসহকারী হিসেবে কর্মরত। সরকারি কর্মকর্তা হওয়া স্বত্বেও প্রায় আড়াই বছর ধরে এ.টি আর এগ্রো ফার্মে কাজ করে যাচ্ছেন। নিয়মিত অফিস করছেন সকাল-বিকাল দুই পিরিয়ডে কাজও করছেন রুপায়ন চৌধুরী। বেতন তো অবশ্যই নিচ্ছেন। এই ফার্মে চাকরি করার পরপরই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে ভাল সখ্যতা গড়ে তোলেন রুপায়ন চৌধুরী। পছন্দের লোকদের চাকরি ও চাকরিচ্যুত করা সহ তার ইশারায় চলে প্রতিষ্ঠানের এক আধিপত্য।
এই বিষয়ে জানতে চাইলে রুপায়ন চৌধুরী প্রকাশ বুড্ডু বলেন, আমি এই ফার্মে সহযোগিতা করছি মাত্র, এছাড়া আর কিছুই না। আপনার সাথে কী আমার কোনো শত্রুতা আছে কিনা? ফোনে এক পর্যায়ে চা খাওয়ার অনুরোধ করেন রুপায়ন চৌধুরী।
এ.টি আর এগ্রো ফার্ম লিমিটেডের নিরাপত্তা বিভাগের ইনচার্জ রফিক আহমদ বলেন, ‘রুপায়ন চৌধুরী নিয়মিত অফিস করছেন। প্রায় আড়াই বছর ধরে এখানে কাজ করছেন। এটা তো এখানকার সবাই জানে। ওনি সরকারি অফিসে কর্মরত কিনা সেটা তো আমার জানা নেই। এই বিষয়ে ভাল বলতে পারবেন আমাদের কর্তৃপক্ষ।’
অভিযোগের বিষয়ে চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, ‘এই বিষয়ে আমি অবগত না। তিনি নিয়মিত অফিস করছেন। তাকে যে কাজ দেওয়া হচ্ছে, সেটি করেও দিচ্ছে।’
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন সরকারি কর্মচারি অন্য কোনো স্থানে কাজ করা যায় কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজ করতে পারবে না। তারপরও আমি খবর নিব।’
রুপায়ন চৌধুরী বিরুদ্ধে আদালতে মামলার বিষয়ে জানতে চাইলে স্মৃতি রানী সরকার বলেন, ‘তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জেনেছি। এই মামলায় যদি তার কাস্টুডিয়ান হয়, তাহলে ব্যবস্থা নেব।’
সিটিজিসান/এমবিইউ
Print This Post