লোহাগাড়া প্রতিনিধি | আপডেট : ৮ নভেম্বর, ২০২২ মঙ্গলবার : ১১:২০ এএম
বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটির যুগ্ন- সম্পাদক হলেন মেধাবী ছাত্রনেতা চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান আবদুল্লাহ আল নোমান।
সোমবার (০৭ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রবিউল ইসলাম সজীবকে সভাপতি ও মাহিদুল ইসলাম অদিকে সাধারণ হিসেবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। ৩৩ সদস্য বিশিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন আবদুল্লাহ আল নোমান।
তিনি লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের মজিদার পাড়ার আব্দুল মান্নানের পুত্র। তার চাচা এডভোকেট আব্দুল কাইয়ুম উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। নোমান আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে
বিএসএস অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। বর্তমানে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম ইমন জানান, নোমান আমাদের লোহাগাড়ার গর্ব। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটিতে স্থান পাওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি। তার জীবনের সুন্দর সাফল্য ও অগ্রগতি কামনা করছি।
আবদুল্লাহ আল নোমানের এমন অর্জন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক করায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দদের মুজিবীয় শুভেচ্ছা। আশা করি চলমান উন্নয়ন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সদা রাজপথে প্রস্তুত থাকবো।’
সিটিজিসান/এমবিইউ
Print This Post