নিজস্ব প্রতিবেদক| আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২ সোমবার: ৯.১৮ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের শিক্ষার আলো ছড়াতে নির্মিত হচ্ছে “পুটিবিলা স্টুডেন্ট কেয়ার ইন্সটিটিউট” নামে একটি কিন্ডারগার্টেন স্কুল। এলাকার কিছু স্বপ্নবাজ তরুণের উদ্যোগে স্কুলটি স্থাপন হচ্ছে। এতে পরিবর্তন আসবে এলাকার শিক্ষার ব্যবস্থায়; এমনটি মনে করছেন সচেতন মহল।
ওই স্কুলের উদ্যোক্তা মুহাম্মদ আবু হানিফ জানান, আমাদের এলাকায় গৌড়স্থান সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল রয়েছে। পরবর্তী সময়ে এলাকার কিছু সচেতন মহলের উদ্যােগে একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত করা হয়। তা কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায়৷ আরো কোনও স্কুল প্রতিষ্ঠিত হয়নি।
৭নম্বর ওয়ার্ডে স্কুল হলেও তা মুলত ৮নম্বর ওয়ার্ডের সীমানা ঘেষা এবং পশ্চিমে ভেল্লা বর পাড়া, লাকড়ি পাড়া, পেড়ানি বর পাড়া, পশ্চিমে নতুন পাড়া , সোনাইর বর পাড়া, ভুইত্তার বর পাড়া, বকসু বর পাড়া, নিছার বর পাড়া, আফিয়ার বর পাড়াসহ পুরো এলাকা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বিহীন।
গত কয়েকবছর ধরে আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় করতে চেষ্টা করা হলেও তা জায়গার অভাবে করা যায়নি। এখন “পুটিবিলা স্টুডেন্ট কেয়ার ইন্সটিটিউট” নামে একটি কিন্ডারগার্টেন স্কুল করায় খুশি এলাকার মানুষ।
নিজস্ব জায়গায় কোলাহল পরিবেশে, চারদিকে সবুজে ঘেরা। শিক্ষা দীক্ষায় অবহেলিত আমাদের আজো পড়া গায়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই স্বপ্ন আজ বাস্তবায়নের পথে বলে জানান তিনি।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের শিক্ষা নীতিতে ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচী থাকলেও তা বাস্তবায়ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। একটি সুশিক্ষিত জাতি গঠনে সরকারের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, এলাকায় শিক্ষিত সমাজ গঠনে তারা যেভাবে সহায়তা করছেন তা অত্যন্ত প্রসংশনীয়। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আমার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
Print This Post