বেকার ছেলেকে বিয়ে করাতে রাজি না হওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২২ ৮:৪৫ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২২ মঙ্গলবার : ৮.৪৫ পিএম

সীতাকুণ্ডে বেকার ছেলেকে বিয়ে করাতে রাজি না হওয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর পূর্ব হাসনাবাদ ওয়ার্ডের বাবু কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন (৬২) নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে এবং অভিযুক্ত মোহাম্মদ হেলালের (২৬) বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পারিবারিক বিরোধে ছেলের সঙ্গে বাবার ঝগড়া হয়। এসময় ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হবে।

ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ছেলেটি একটি মেয়েকে পছন্দ করে। তাকে বিয়ে করানোর জন্য বাবাকে চাপ দিয়ে আসছিল। কিন্তু ছেলে বেকার হওয়ায় বাবা বিয়ে করাতে রাজি হচ্ছিল না। এ নিয়ে পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা মারা গেছে।

Print This Post Print This Post