বাঁশখালীতে এসে জয় নিয়ে ফিরলো শ্রীলঙ্কার ক্রিকেট দল!

আপডেট: ১৫ অগাস্ট ২০২২ ৭:৫৬ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৫ আগস্ট, ২০২২ সোমবার : ৭.৫৫ পিএম

১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দেশ শ্রীলঙ্কা থেকে আগত টিম ন্যাচারাব ক্রিকেট বিডি মধ্যকার এক প্রীতি ক্রিকেট ম্যাচ বাঁশখালীতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ ঘটিকার সময় বাঁশখালী ক্রিকেট একাডেমির আয়োজনে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় সকালে বাঁশখালী ক্রিকেট একাডেমি টসে জিতে শ্রীলঙ্কার ন্যাচারাব ক্রিকেট বিডিকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কার ন্যাচারাব ক্রিকেট বিডি। বিডির হয়ে সানি ৬৫রান, নিমেষ ২০রান, বিরাজ ৫৪রান,নয়না ২৬রান, আয়েষ ১৫রান, আরফাত ১৯ রান, নিকেট ১২ রান সংগ্রহ করে।

বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে সোহান ৩টি, জিন্নাত, তুহিন, প্রিতম ১ টি করে উইকেট লাভ করে।জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমি ২৩৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। ফলে শ্রীলঙ্কা ন্যাচারাব ক্রিকেট বিডি ২৯ রানে জয় লাভ করে। এতে হাজার দর্শকের করতালিতে মুখরিত হয় খেলার মাঠ।

অপরদিকে বাঁশখালীর হয়ে রিয়াদ ৫৪ রান, সানি ৩৭ রান, মাসুদ ৩৮ রান, নয়ন ২৪ রান, রাকিব ২২ রান সংগ্রহ করে।শ্রীলঙ্কার হয়ে বিরাজ ও আরফাত ২টি এবং নিমেষ, ইকবাল ১ টি করে উইকেট লাভ করে। অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় শ্রীলঙ্কা টিমের অধিনায়ক বিরাজ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহবায়ক ড. আশিষ কুমার শীল। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন এবং ম্যাচ সেরা খেলোয়াড় বিরাজের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ক্রিকেট একাডেমি পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদসহ দুই টিমের সকল খেলোয়াড় বৃন্দ।

সিটিজি সান/এমবিইউ

Print This Post Print This Post