‘স্কুল-কলেজের পাশাপাশি ধর্মীয় শিক্ষা বিস্তারে মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

আপডেট: ২২ জুলাই ২০২২ ৮:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ জুলাই, ২০২২ শুক্রবার : ৮.১০ পিএম

বাঁশখালী দারুল কারীম মাদরাসার স্থায়ী ভবন দারুল কারীম কাসেমিয়া মছুদিয়া মাদরাসা ও এতিমখানার নব নির্মিত ভবন আজ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২২ জুলাই) দুপুরে এক দোয়া মাহফিল মাদরাসার নবনির্মিত ভবনে অনুষ্ঠিত হয়।

বাঁশখালীর চাম্বল মাদরাসার পরিচালক আল্লামা শাহ আবদুল জলিল হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র এ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন।

আলোচনা পেশ করেন মাওলানা আবদুল্লাহ আল মারুফ, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মাওলানা ক্বারী আহমদ উল্লাহ, মাওলানা মোজাম্মেল হক।

মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার জমিদাতা মরহুম আলহাজ্ব আবুল কাসেমের বড় পুত্র ফিরোজ আহমদ, মাওলানা আবু তাহের, সমাজসেবক মাহবুবুর রহমান মিয়াজী, বাহারুল্লাহপাড়া সমাজ সর্দার সোলাইমান বাদশা, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আবদুল জাব্বার, শীলকূপ সুলতান কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী খোরশেদ আলম, ছাত্র অভিভাবক মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ জকরিয়া প্রমুখ।

জুমার নামাজের পুর্বে বাঁশখালী পৌরসভার মেয়র এ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন ও বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন ফিতা কেটে নব নির্মিত মাদরাসা ভবন উদ্বোধন করেন।

এতে বক্তারা বলেন, ‘মাদ্রাসা হচ্ছে দ্বীনি শিক্ষার বাতিঘর। স্কুল-কলেজের পাশাপাশি ধর্মীয় শিক্ষা বিস্তারে মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে সমাজে অন্যায় অসঙ্গতি অনেকাংশে কমে যাবে। তাই ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।’

সিটিজি সান/এমবিইউ

Print This Post Print This Post