নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ জুলাই, ২০২২ রবিবার : ৮.২০ এএম
বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজে বিষয় বন্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ জুন) বেলা ১২টায় কলেজ অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশের উপস্থিতিতে বেলা ২টায় বিরোধ নিস্পত্তির জন্য বৈঠক হলেও স্থায়ী সমাধান ছাড়া বৈঠক শেষ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, দুই শিক্ষকের বিরোধ নিয়ে আগে অনেকবার তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটলেও বিষয়টি ধামাচাপা ছিল। আজ (শনিবার) দুই শিক্ষকের মারামারি এবং জামা ছেঁড়ার ঘটনা ঘটলো।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী এম সোলেমান বলেন, ‘দুই শিক্ষকের দ্বন্দ্বের বিষয়টি মীমাংসা করা হয়েছে। কলেজের কারিগি বিষয়ের প্রভাষক মো আজিজুর রহমান দীর্ঘদিন ধরে কারিগরি বিষয়ের ক্লাস না করে সাধারণ বিষয়ের ক্লাস করার আবদার করে আসছিলেন। আজ ওই দাবিতে আমার কক্ষে আমাকে উদ্দেশ্য করে আপত্তিকর কথাবার্তা বলতে থাকেন। ওই সময় ইংরেজী বিষয়ের প্রভাষক মো. আতাউর রহমান , প্রভাষক মো. আজিজুর রহমানের উত্তেজনা দেখা দিলে আমি তা প্রশমনের চেষ্টা করি।’
এদিকে দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা পুরো কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ঘটনা জানতে জড়ো হতে থাকলে থানায় খবর দেন কলেজ অধ্যক্ষ। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কারিগরি বিষয়ের প্রভাষক মো. আজিজুর রহমান বলেন, ‘কলেজে বেতনের বাইরের শিক্ষক না রেখে ওই বিষয়গুলো আমাকে দিয়ে করালে কলেজের অর্থ সাশ্রয় হবে। তাই দীর্ঘদিন ধরে আমি ওই দাবি করলেও আমাকে কারিগরি বিষয় ছাড়া অন্য বিষয়ে ক্লাস করতে বাধা দেয় অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকরা।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি বলেন, আলাওল কলেজে দুই শিক্ষকের মারামারির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ঘটনাটি শিক্ষকরা নিজেরা বসে স্থায়ী সমাধান করবেন বলেছেন। পরে কলেজের শিক্ষকদের নিরাপদ বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদুজ্জামান চৌধুরী বলেন, ‘দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনাটি জানতে পেরেছি। তাদের দুই জনের দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সিটিজিসান/এমবিইউ
Print This Post