
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ জুলাই, ২০২২ মঙ্গলবার : ৫:৫০ পিএম
কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে সড়ক দূর্ঘটনার সম্মুখীন হয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাহবুবুল হক ওরফে নুরে বাংলা।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে কক্সবাজারের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী চাকার দোকান নামক স্থানে উল্টে যায় নুরে বাংলার গাড়ি। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন নুরে বাংলা। এ ঘটনায় নুরে বাংলাসহ তার সফরসঙ্গী কক্সবাজারের জাফর আলম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী জানান, মাহবুবুল হক প্রকাশ নুরে বাংলা নিজেই ড্রাইভ করে একটি এক্স নোহা নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় গাড়ীটি। উল্টে যাওয়া গাড়ীটি হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
এমবিইউ
