
ডেস্ক নিউজ | আপডেট : ১০ জুলাই, ২০২২ রবিবার ১০:১৫ পিএম
টেস্টের পর বাংলাদেশ হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। টাইগারদের সবচেয়ে শক্তির জায়গা ওয়ানডে সবার শেষে, এই ফরম্যাটে জিতে দেশে ফিরতে মরিয়া টাইগাররা।
রোববার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হচ্ছে দুই ঘণ্টা দেরিতে। তাতে কমে গেছে খেলার দৈর্ঘ্যও, ম্যাচ হবে ৪১ ওভারে।
২০১৪ সালের পর থেকে এখন অবধি ওয়েস্ট ইন্ডিজ কোনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশের বিপক্ষে।
