ধর্ষণে গৃহপরিচারিকা তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা, জেনেও চুপ ছিলেন স্ত্রী

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ৯:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১ মঙ্গলবার ০৯:০০ পিএম

চট্টগ্রামের পাহাড়তলী থানার মাইট্টাইল্লাপাড়া এলাকা থেকে ধর্ষণের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সিরাজ (৫০) ও সাহেদা আক্তার পিংকি (৩২)।

ওসি বলেন, ‘ধর্ষণের শিকার ওই তরুণী পাঁচ বছর বয়স থেকে সিরাজের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। মেয়েটির বয়স যখন ১৩-১৪ হয় ঠিক তখন থেকেই সিরাজ তাকে ধর্ষণ শুরু করে। বিষয়টি যখন ওই তরুণী সিরাজের স্ত্রী সাহেদ আক্তারকে জানালে তখন তিনি ভিকটিমকে বিভিন্ন ভয়-ভীতি প্রদান করে বাসা থেকে বের করে দেন।’

তিনি আরও বলেন, ‘মেয়েটি এখন আট মাসের অন্ত:সত্ত্বা। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

সিএস

Print This Post Print This Post