
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ আগস্ট, ২০২১ শনিবার ১২:৫০ পিএম
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৭ জনের শরীরের করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১১ শতাংশ।
এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭২৪ জন। এদিন মৃত্যুবরণ করেছে ২ জন।
সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭০০টি। নতুন আক্রান্তদের মধ্যে ১১৪ জন মহানগর এলাকা এবং ৭৩ জন উপজেলার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ লোহাগাড়া উপজেলায়, ১৯ জন। এছাড়া রাউজান ও হাটহাজারী উপজেলায় ১৩ জন করে মোট ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করে ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
সিএস
