
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ জুলাই, ২০২১ বুধবার ০২:৩০ পিএম
কক্সবাজার জেলার টেকনাফে পাহাড়ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের বিলিজারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে পাহাড়ধসে মারা গিয়েছিলেন পাঁচজন।
এ ঘটনায় মাটির নিচে চাপা পড়ে যায় ওই এলাকার সৈয়দ আলমের পাঁচ সন্তান। সেখান থেকে প্রথমে দুই জন ও পরে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা একই গ্রামের ছৈয়দ আলমের ৩ ছেলে ও ২ মেয়ে। তারা হলেন, আব্দুল শুক্কুর (২০), মো. জুবাইর (১০), জিয়া উদ্দিন (৭), কহিনুর আক্তার (১২) ও জয়নুফা আক্তার (১০)। আহতরা হলেন ছৈয়দ আলম ও তার স্ত্রী রেহেনা এবং প্রতিবেশী হাসিনা বেগম।
বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পাহাড় ধসের ঘটনায় ৪ নম্বর ওয়ার্ডের বিলিজার পাড়ার সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশের পাহাড় ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মধ্যরাতে টেকনাফের হ্নীলার ভিলিজারপাড়ায় সৈয়দ আলম নামের এক ব্যক্তির বাড়িতে পাহাড়ধসে ওই পরিবারের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফ থানার পুলিশ সদস্যরা এখনো ঘটনাস্থলে রয়েছে।
এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে ঝুকিপূর্ণ বসতিগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে।
সিএস
