সন্তানকে বুকের দুুধ খাইয়ে তিন’শ ‘মা’ পেলেন ৭৫ লাখ টাকা

আপডেট: ১৫ জুলাই ২০২১ ৯:২৭ অপরাহ্ন

বান্দরবান প্রতিনিধি | আপডেট : ১৫ জুলাই, ২০২১ বৃহস্পতিবার ০৯:২২ পিএম

নিজের সন্তানকে করিয়েছেন দুগ্ধপান। আর তাই সরকারের কাছ থেকে ২৫ হাজার ২০০ টাকা করে ভাতা পেয়েছেন পার্বত্য বান্দরবানের লামা পৌরসভার ৯ ওয়ার্ডের তিন’শ মা। শুধু তাই নয়, সকল মা’কে দেয়া হয়েছে ফ্রি স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য উপকরণ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ভাতা বিতরণ করা হয়।

লামা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অনুষ্ঠিত এ আয়োজনে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল এবং বিশেষ অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র মো, জহিরুল ইসলাম, কাউন্সিলর মো. রফিক ও মরিয়ম বেগম’সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এদিন প্রতিজন মা’য়ের হাতে ২৫ হাজার ২০০ টাকা ভাতার সর্বশেষ পাওনা ২ হাজার ৪০০ টাকা করে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনশজন মা’কে ২৫ হাজার ২০০ টাকা করে মোট ৭৫ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

জেইউএইচ/সিএস

Print This Post Print This Post